1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

স্কুলে এবারের গ্রীষ্মকালীন ছুটি বাতিল

শিক্ষা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্কুলগুলোতে বৃহস্পতিবার থেকে ১৪ দিনের জন্য যে গ্রীষ্মকালীন ছুটি শুরু হতে যাচ্ছিল, তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ছুটি শুরুর আগের দিন বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী দীপু মনি একথা জানিয়েছেন।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এবার বর্ষার মাঝামাঝিতে এসে ২০ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছিল।

তবে বছর শেষে ভোটের কারণে নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করে দীর্ঘ শীতকালীন ছুটি দিতে চায় শিক্ষা মন্ত্রণালয়, তাই এবার গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের নির্বাচন হয় ডিসেম্বর নয়ত জানুয়ারির গোড়ায় হবে। তফসিল ঘোষণা হয়ে নির্বাচনী প্রচার ডিসেম্বরের গোড়া থেকেই শুরু হবে। কাজেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা নভেম্বরের শেষের মধ্যে শেষ করে ফেলতে হবে।

তাহলে আমাদের সময় এখন খুব কম। সেক্ষেত্রে এইবার গ্রীষ্মের ছুটি বাতিল করে আমরা শীতের ছুটি বাড়িয়ে দিব, যেটা ডিসেম্বরে হবে। আর গ্রীষ্মের ছুটিটা আর থাকছে না।

কাজেই এখন ক্লাস চলবে। যেন নভেম্বরের মধ্যে আমরা সব ক্লাস-পরীক্ষা শেষ করতে পারি, বলেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট