1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

তৃতীয় সপ্তাহে ৮৪ প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

এবারের ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। ঈদের দিন থেকেই দর্শকপ্রিয়তা পেয়েছে ছবিটি। তাই তো অনেক দিন পর সিনেমা হলের সামনে ছবিটি ঘিরে দর্শকের দীর্ঘ লাইন দেখা গেছে।

আজ (শুক্রবার) ‘প্রিয়তমা’ ছবিটি তৃতীয় সপ্তাহে পা রাখল। এখনো দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে সিনেমাটি। শুধু চলছেই বললে ভুল বলা হবে, সবগুলো হলের বিকেলের (১৪ জুলাই) শো হাউসফুল যাচ্ছে। এমনটাই জানিয়েছেন ছবিটির নির্মাতা হিমেল আশরাফ।

এছাড়া বিদেশের মাটিতেও ভালো ব্যবসা করছে ছবিটি। গত ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’। সেখানে প্রথম তিন দিনেই ছবিটি আয় করেছে ৪৪ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৭ লাখ টাকা)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন  সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

ঈদ উপলক্ষ্যে, গত ২৯ জুন (বৃহস্পতিবার) ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’। দ্বিতীয় সপ্তাহে একটি হল বেড়ে সংখ্যা দাঁড়ায় ১০৮টিতে। এবার তৃতীয় সপ্তাহে এসে হল কমলো ২৪টি। বর্তমানে ‘প্রিয়তমা’র দখলে রয়েছে ৮৪টি সিনেমা হল।

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট