চাঁদপুরে বসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করে মাংস, মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসক মো. মহসিন উদ্দিন।
সবার সিদ্ধান্ত অনুযায়ী জেলায় রোববার থেকে প্রতি কেজি গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৬৮০ টাকা। খাসির মাংস প্রতি কেজি ১১০০ থেকে ১১৫০ টাকা। বয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকা। কক/সোনালী মুরগি প্রতি কেজি ২৭০ টাকা। ডিম প্রতিটি বিক্রি হবে ৯ টাকা ৫০ পয়সা করে।
অনুষ্ঠানে একজন গরুর খামারি বলেন, মাংস ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে ৪৫০ থেকে ৪৬০ টাকা কেজিতে গরু কিনে নিচ্ছেন। অথচ তারা বাজারে ওই মাংস বিক্রি করছেন ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি ধরে।
চাঁদপুর পাল বাজারে একজন ডিম ব্যবসায়ী বলেন, সপ্তাহের দুটি চালানে আমাদের প্রায় এক লাখ দুই মাসে। খুচরা বিক্রেতাদের কাছে আমরা ৯ টাকা ২০ পয়সা ধরে ডিম কিনে আনছি। খুচরা বিক্রেতাদের কাছে বিক্রয় করছি নয় টাকা ৭০ পয়সা ধরে। জেলা প্রশাসকের অনুরোধে এখন থেকে আমরা ডিম বিক্রি করব ৯ টাকা ৫০ পয়সা ধরে।
শাহরাস্তি এবং বাবুরহাটের ২ জন মাংস ব্যবসায়ী ৬৮০ টাকা দরে মাংস বিক্রিতে আপত্তি করেন। তাদের দাবি রমজান মাসে ৭০০ টাকায় তারা মাংস বিক্রি করতে রাজি আছেন। এ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে তাদের একাধিকবার আলোচনা হয়।
সবশেষে জেলা প্রশাসক ৬৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির দাম নির্ধারণ করে দেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা প্রশাসন সম্পদ কর্মকর্তা, মার্কেটিং কর্মকর্তা, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply