1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

আ. লীগের লিফলেট বিলি : হকারদের সতর্ক করল আইনশৃঙ্খলা বাহিনী

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন-নির্যাতনের প্রতিবাদে ১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিলির কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। দলটির অধিকাংশ নেতাকর্মী যখন পলাতক তখন কোন প্রক্রিয়ায় এ কর্মসূচি পালন হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ অবস্থায় বাসাবাড়ি ও সরকারি-বেসরকারি অফিসে পত্রিকা বিলির দায়িত্বে থাকা হকারদের কাজে লাগিয়ে নতুন কৌশলে লিফলেট বিলির কার্যক্রম চালাতে পারে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা– এমন খবর রয়েছে একটি গোয়েন্দা সংস্থার কাছে। তাই দলটির কর্মসূচি শুরু আগের দিন (৩১ জানুয়ারি) হকারদের মৌখিকভাবে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি সকালে একটি গোয়েন্দা সংস্থার লোকেরা ঢাকার বিভিন্ন এলাকার পত্রিকা বিলির দায়িত্বে থাকা হকারদের গিয়ে নির্দেশনা দিয়েছেন যে, তারা যেন পত্রিকার সঙ্গে সরকারবিরোধী কোনো দলের লিফলেট কিংবা প্রচারপত্র বিলি না করেন। যারা এ নির্দেশনা অমান্য করবেন তাদের কারাগারে নেওয়াসহ আর্থিক জরিমানা করারও হুঁশিয়ারি দেওয়া হয়। তবে, বিভিন্ন স্কুল-কলেজ কিংবা বিভিন্ন পণ্যের প্রচারপত্র বিলি করতে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের ৯৬২ মামলা, জরিমানা ৩৯ লাখ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমাদের পক্ষ থেকে এমন কোনো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না। আমি আপনার কাছ থেকেই বিষয়টি শুনেছি।’

তিনি আরও বলেন, ‘এখন ভুয়া ডিবি পুলিশ আমরা ধরছি। কারা ডিবি পরিচয়ে এমন নির্দেশনা দিচ্ছে, আমি জানি না। তবে, ডিবি নামে এমন খবর শোনা দুঃখজনক।’

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, আমাদের কাছে তথ্য আছে যে, গ্রেপ্তার এড়াতে এবং জনরোষ থেকে বাঁচতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হকারদের মাধ্যমে সরকারবিরোধী লিফলেট বিলি করার কৌশল হাতে নিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজ আমরা কয়েকটি এলাকার হকারদের সরকারবিরোধী লিফলেট যেন পত্রিকার ভেতরে দিয়ে বাসা-বাড়ি বা অফিসে বিলি না করে সে বিষয় সতর্ক করে দিয়েছি। কারণ, হকারদের অধিকাংশ লেখাপড়া জানেন না। তাই না বুঝে হয়তো কেউ কিছু টাকার বিনিময়ে আওয়ামী লীগের ফাঁদে পা দিতে পারেন।

ওই হকার আরও বলেন, ‘স্কুল-কলেজ কিংবা খাবারসহ বিভিন্ন পণ্যের লিফলেট বিলি করলে কোনো সমস্যা হবে না বলে তারা (ডিবি পুলিশ) জানিয়েছে।’

বাসাবো এলাকায় বাসা-বাড়িতে পত্রিকা বিলি করেন এমন একজন হকার বলেন, ‘আজ সকালে দুজন ডিবি পুলিশ, তাদের হাতে ওয়াকিটকি ছিল, এসে কড়া নির্দেশ দিয়ে গেছেন যে, আমরা যেন কোনো দলের সরকারবিরোধী লিফলেট বিলি না করি। করলে জেলখানায় পাঠিয়ে দেবে।’

তিনি বলেন, ‘আমরা সকালে যখন বাসা-বাড়ি কিংবা বিভিন্ন অফিসে পত্রিকা দিই তখন পত্রিকার ভেতরে বিভিন্ন স্কুল-কলেজ বা কোম্পানির লিফলেট দিয়ে থাকি। এ ধরনের ১০০টি লিফলেট বিলি করলে ৫০ টাকা পাই।’

আওয়ামী লীগের কর্মসূচি, সরকারের কঠোর বার্তা

শেখ হাসিনাসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং বিচার বন্ধের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে নানা কর্মসূচির সঙ্গে আছে হরতালের ঘোষণাও।

গত ২৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

এদিকে নতুন করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। বিচার হওয়ার আগে তাদের রাজনীতি করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট