1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

কুয়াশা ও শীত জেঁকে বসেছে নীলফামারীতে

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

একটুখানি বিরতি দিয়ে আবারও কুয়াশা ও শীত জেঁকে বসেছে নীলফামারীতে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জনপদ।

চারদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে জেলার জনপদে নদী অববাহিকায় কুয়াশা আরও বেশি। দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

ঘন কুয়াশার সঙ্গে বইছে তীব্র হিম বাতাস। হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগে আক্রন্তের সংখ্যা।

জেলার সৈয়দপুরের মুন্সিপাড়ার রিকশা চালক সমশের আলী (৫৬) জানান, কয়েকদিন বিরতির পর আজ আবারও শীত ও কুয়াশার প্রকোপ বেড়েছে। রিকশা নিয়ে বের হয়ে কোনো লাভ নেই। কারণ বাইরে যাত্রী নেই বললেই চলে। তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কনকনে শীতের দাপট চলছে। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মাঘের হাঁড় কাপানো শীতে একেবারে চরম দুর্ভোগের আবর্তে পড়েছে জনজীবন। শীতের এই হানায় প্রভাব ফেলেছে কৃষকের ধানের বীজতলাতেও।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বুধবার (২৯ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) ৫০ মিটার।

তিনি বলেন, বিমান চলাচলের জন্য ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন। দুপুরের পর আকাশ পরিষ্কার হলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে পেরে সৈয়দপুর বিমানবন্দরে। শীতের আবহাওয়ার কারণে সকালে কোনো ফ্লাইট নেই বেলা সোয়া ১১টার দিকে বিমান চলাচল শুরু হয়ে থাকে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট