প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হয়রানির যেন শেষ নেই। সেই হয়রানি কমিয়ে আনতে শুরু থেকে নানা উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এবার প্রবাসীদের পাসপোর্ট নিয়ে নতুন সুখবর দিল সরকার। বাংলাদেশের মতো প্রবাসীরাও পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস পাবেন। এছাড়াও গত সরকারের রেখে যাওয়া পাসপোর্ট বিতরণে গতি বাড়ানো হয়েছে।
তিনি জানান, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে পাসপোর্ট প্রস্তুত হয়েছে কি না তা জানার জন্য দূতাবাসে যেতে হবে না। পাসপোর্ট প্রস্তুত হওয়ার পরপরই প্রবাসীদের নম্বরে এসএমএম পাঠানো হবে।
আজাদ মজুমদার জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের এক লাখ ৯৭ হাজার এমআরপি পাসপোর্ট আবেদন পেন্ডিং (অপেক্ষমাণ) ছিল। তার মধ্যে গত তিন সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো দূতাবাসগুলোতে পৌঁছে যাবে। আশা করছি এক মাসের মধ্যে সবাই পাসপোর্ট পেয়ে যাবেন। সরকার সব দেশের প্রবাসীদের ই-পাসপোর্ট দিতে চায়, সেজন্য কাজ চলছে।
Leave a Reply