1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ:

কাশ্মীরে ভারী তুষারপাত, বিমান চলাচল বন্ধ

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারতের কাশ্মীরে অনবরত তুষারপাত। ফলে বহু পর্যটক আটকা পড়েছেন। শ্রীনগর বিমানবন্দর থেকে শনিবার সব বিমান বাতিল করে দেওয়া হয়েছে। রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেখানে আটকে রয়েছেন পর্যটকেরা। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

ভারী তুষারপাতের কারণে কাশ্মীরের শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক এবং মোগল রোড বন্ধ করে দেওয়া হয়েছে। এই দু’টি কাশ্মীরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। ফলে কাশ্মীরের একাংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, শনিবারের সব বিমান চলাচল বাতিল। শ্রীনগরে যে সব বিমানের নামার কথা ছিল, সেগুলিও বাতিল করা হয়েছে। যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, ঘন কুয়াশায় শ্রীনগরে দৃশ্যমানতা তলানিতে। তার ওপর রানওয়েতে জমেছে বরফ।

কাশ্মীরে ট্রেন পরিষেবাও বিপর্যস্ত। বানিহাল-বারামুলা বিভাগে বরফের কারণে ট্রেন চালানো যাচ্ছে না। গত কয়েক দিন ধরেই শ্রীনগর এবং সংলগ্ন এলাকায় তুষারপাত চলছে। শুক্রবার বরফ পড়েছে সমতলেও। শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দু’হাজারের বেশি গাড়ি দাঁড়িয়ে। তাতে অন্তত ১০ হাজার পর্যটক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাস্তা থেকে বরফ সরিয়ে প্রাথমিক ভাবে বড় গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শুক্রবার জম্মু থেকে শ্রীনগরে গিয়েছেন। তার দফতর দক্ষিণ কাশ্মীরের প্রশাসনের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেই জানিয়েছেন তিনি।

তুষার-দুর্যোগের কারণে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে শনিবার সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানাবেন কর্তৃপক্ষ। তবে বরফ পেয়ে খুশি পর্যটকদের একাংশ। স্থানীয়েরাও আনন্দে মেতেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট