মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এক তথ্যে জানায়, গত বছর মার্চে অভিযান শেষ হলেও ফেরত আসার নতুন সংযোজিত ক্যাপসুল সয়ুজ এমএস-২৩’ এর কুলিং সিস্টেমে গত দুইমাস আগে লিকেজ দেখা যাওয়ায় তাদের ফেরত আসার বিষয়টি দেরী হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দি প্রিন্ট
আটকে পড়াদের মধ্যে রয়েছেন রাশিয়ার সার্জে প্রকোপইয়েভ, দিমিত্রি পেটেলিন ও যুক্তরাষ্ট্রের ফ্রানসিস্কো রুবিয়ো। রাশিয়ান স্পেস এজেন্সী রসকমস তথ্যটি নিশ্চিত করেছে।
এর আগে গত বছর মার্চে ক্ষতিগ্রস্ত এমএস-২২ মহাকাশযানটি কোনো মহাকাশচারী ছাড়াই পৃথিবীতে ফেরত আসার কথা ছিল। চলতি মাসের ২৪ তারিখে সয়ুজ এমএস-২৩ সংযোজন করার পর চলতি মাসের ২৬ তারিখে মহাকাশ কেন্দ্রের সঙ্গে এটি যুক্ত করা হয়।
শক্ত শিলাখন্ডের আঘাতে দ্রুতগতি সম্পন্ন ক্যাপসুলটির ছোট একটি অংশ ভেঙে এমএস-২২ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে নাসা ও রসকসমস। চলতি মাসের শুরুতে একই কারণে আরেকটি মালবাহী ক্যাপসুল এমএস-২১ এর কুলিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় বলে গত সপ্তাহে কর্তৃপক্ষ জানিয়েছে।
তারা জানায়, এরকম ঘটনা আগে হলেও সয়ুজ এমএস-২২ এর ক্ষেত্রে এটি ব্যতিক্রম । নাসা ও রসকসমস যৌথভাবে শিডিউল পুননির্ধারণে কাজ করছে বলেও জানিয়েছে।
Leave a Reply