সোমবার সন্ধ্যার পর থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। রাতের অন্ধকার ভেদ করে ছুটে চলেছে একের পর এক গাড়ি। ক্রমান্বয়ে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকলেও মহাসড়কের চার লেন, কয়েকটি ওভারপাস, উড়ালসেতু ও নবনির্মিত সেতু গুলো খুলে দেওয়ায় মহাসড়কের যানবাহনে এসেছে নতুন গতি। ঈদের আগের মুহুর্তে সিরাজগঞ্জের রাতের মহাসড়কে এমন দৃশ্য যেন আগে দেখা যায়নি। যার ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে চলাচল করা কাউকে কোনও ভোগান্তি পোহাতে হচ্ছে না। মহাসড়কজুড়ে তৎপর থাকতে দেখা গেছে পুলিশকে। যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি প্রচুর খোলা ট্রাক ও পিকআপে বাড়ি ফিরতে দেখা যাচ্ছে মানুষকে। তবে মঙ্গলবার ভোররাতে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে মনে করছে পুলিশ।
ঢাকা থেকে ঈদ করতে পরিবার নিয়ে দিনাজপুর যাচ্ছেন গার্মেন্টসকর্মী শাপলা খাতুন। তিনি বলেন, প্রতিবছরই এই সময়ে ঈদ করতে বাড়ি যাই। কিন্তু এত সহজে কোনও জাম (যানজট) ছাড়া কোনদিন যেতে পারি না। এবার সত্যিই খুব ভালো লাগছে। আশা করছি খুব দ্রুত বাবা-মাসহ প্রিয়জনদের কাছে পৌঁছে যাব।
কড্ডা এলাকায় যাত্রী নামানো অবস্থায় পিকআপ চালক রহিম শেখ বলেন, সেতুর (বঙ্গবন্ধু সেতু) ওপার ও এপারে অনেক যানজট হবে এ রকম ভয়ে ছিলাম। কিন্তু একদম আরামে চলে আসছি। কোথাও কোনও যানজট বা ভোগান্তি পাইনাই। সামনেও কোনও জ্যাম নাই বলে শুনেছি।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কে গাড়ির চাপ বেড়েই চলেছে। ধারণা করছি ভোররাতে এই চাপের পরিমাণটা আরেকটু বেশি হবে। তবে মহাসড়কের কোথাও কোনও ভোগান্তি নেই। সকল গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে।
তিনি আরও বলেন, আজ সকল শিল্পকারখানা ছুটি হবে এবং এর ফলে মহাসড়কে ব্যাপক চাপ পড়বে এটা ভেবেই আমরা কাজ করে যাচ্ছিলাম। আমরা ধারণা করছি আজ ও কাল মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ চাপটা থাকবে। সেই বিষয়টি মাথায় নিয়েই আমরা কাজ করছি। এর পাশাপাশি রেকার প্রস্তুত করে রাখা আছে যেন কোনও যানবাহন নষ্ট হলে তা মহাসড়কে ধীরগতি বা যানজটের সৃষ্টি করতে না পারে। আশা করছি এবারের ঈদযাত্রায় মহাসড়কে যানজটের মতো কোনও অবস্থা এবছরে সৃষ্টি হবে না। সবার নিরাপদ ও ভোগান্তি মুক্ত যাত্রা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. জাফর উল্লাহ রুবেল বলেন, ধীরে ধীরে মহাসড়কে গাড়ির চাপ বেড়েই চলেছে, তবে যান চলাচল একদম স্বাভাবিক। সম্পূর্ণ গতিতে সকল যানবাহন চলাচল করছে। চাপ আরও বাড়লেও সমস্যা হবে না। যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে সেই জায়গাগুলোকে আমরা আলাদা নজরে রেখে কাজ করে যাচ্ছি। আশা করছি এবার সিরাজগঞ্জের মহাসড়কে যানজটের মতো অবস্থা সৃষ্টি হবে না।
Leave a Reply