1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

এপ্রিল থেকে জুনে প্রচণ্ড গরমের শঙ্কা

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

গেল বছর অর্থাৎ ২০২৩ সালে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে গ্রীষ্মে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গরম অনুভূত হয়েছে। তবে চলতি বছর গরম আরও বাড়তে পারে বলে আগেই সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলছে, এ বছর এপ্রিল থেকে জুন সময়কালে ভারত চরম তাপ অনুভব করবে। বিশেষ করে পশ্চিম উপদ্বীপের অংশগুলো সবচেয়ে খারাপ প্রভাবের মুখোমুখি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।

আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, এপ্রিল-জুন সময়কালে ভারতের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে।

তিনি জানান, এই সময়ের মধ্যে (এপ্রিল-জুন) সমভূমির বেশিরভাগ অংশে স্বাভাবিক তাপপ্রবাহ থাকতে পারে। তবে চার থেকে আট দিনের স্বাভাবিকের বিপরীতে দেশের বিভিন্ন স্থানে ১০ থেকে ২০ দিন পর্যন্ত তাপপ্রবাহের শঙ্কা রয়েছে।

গুজরাট, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তর ছত্তিশগড় এবং অন্ধ্র প্রদেশে তাপপ্রবাহের সবচেয়ে খারাপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন আইএমডি’র মহাপরিচালক।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট