1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

জোড়া খুনের মামলায় কাশিমপুরে ১ জনের ফাঁসি কার্যকর

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টা এক মিনিটে কারা কর্তৃপক্ষ এ ফাঁসি কার্যকর করে।

দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম (৪১) নওগাঁর পত্নীতলা থানার আকবরপুর এলাকার চাঁন মোহাম্মদ মণ্ডলের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে মামী ও কাজের মেয়েকে হত্যা মামলায় আমিনুল ইসলামকে ২০০৮ সালে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

পরে সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে ধানমন্ডি থানার মামলা নম্বর- ২৪(০৩)০৫ ধারা- ৩০২।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলামের ফাঁসি কার্যকর করা হয়েছে। পরে সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহমেদসহ কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট