সারা দেশে জেঁকে বসেছে শীত। এরইমধ্যে উত্তরের জেলা পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা শিগগিরই কমার সম্ভাবনা নেই।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
শনিবার রাতে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার (১৫ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ওইদিন ফের সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর সোমবার (১৬ ডিসেম্বর) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
Leave a Reply