মাগুরায় হঠাৎ ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ে পথঘাট ও ফসলের মাঠ। মনে হচ্ছে এ যেন পৌষের কুয়াশা।
রোববার (২০ অক্টোবর) সকাল থেকে শহরের বিভিন্ন পথঘাটে ঘন কুয়াশার এমন দৃশ্য দেখা যায়। ফলে যানবাহনকে হেডলাইট জ্বালিয়েও চলাচল করতে দেখা গেছে।
শীতের এই আগমনী বার্তায় বলে দিচ্ছে নবান্ন উৎসব, নতুন ধান কাটা উৎসবে মেতে উঠবেন কৃষকেরা। মাঠের মধ্যে সোনালী ধানের মম গন্ধ।
মাগুরা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ রিপন হোসেন বলেন, বাংলা ঋতু বৈচিত্র্যের প্রথম ঋতু হেমন্ত। এই ঋতুতে প্রকৃতিতে হিমেল হাওয়া বইতে থাকে। সঙ্গে নিয়ে আসে শীতল হাওয়া। মাঠে মাঠে কৃষকরা ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েন। নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত থাকে কৃষকেরা। শীতের এমন আগমনী বার্তায় বলে দেয় শীত খুব নিকটে।
Leave a Reply