1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

সৌদিতে আবার ধাক্কা রোনাল্ডোর, দ্বিতীয় ম্যাচেই শুনতে হল কোচের খোঁটা

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৫২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ম্যাচের পর সরাসরি রোনাল্ডোকেই হারের পিছনে দায়ী করেছেন কোচ রুডি গার্সিয়া। সব মিলিয়ে, সৌদিতে জীবন কঠিন হয়ে উঠতে শুরু করেছে রোনাল্ডোর কাছে।

নতুন ক্লাব আল নাসেরের হয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি সুপার কাপ থেকে বিদায় নিল আল নাসের। বৃহস্পতিবার রাতে আল ইত্তিহাদের কাছে ১-৩ ব্যবধানে হেরে গেল তারা। শুধু তাই নয়, ম্যাচের পর সরাসরি রোনাল্ডোকেই হারের পিছনে দায়ী করেছেন কোচ রুডি গার্সিয়া। সব মিলিয়ে, সৌদিতে জীবন কঠিন হয়ে উঠতে শুরু করেছে রোনাল্ডোর কাছে।

বৃহস্পতিবার রাতে আল ইত্তিহাদকে এগিয়ে দিয়েছিলেন রোমারিনহো। প্রথমার্ধেই রোনাল্ডোর কাছে সমতা ফেরানোর একটা দারুণ সুযোগ এসেছিল। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন। বাকি ম্যাচেও তাঁকে ছন্দে দেখা যায়নি। দ্বিতীয়ার্ধে আরও দু’টি গোল দেয় আল ইত্তিহাদ। পরের দিকে ট্যালিস্কা ব্যবধান কমান। কিন্তু আল নাসেরকে জেতানোর মতো কেউ ছিলেন না। ফাইনালে আল ফেইহার বিরুদ্ধে খেলবে আল ইত্তিহাদ। আল ফেইহা এ বার মোটেই ছন্দে নেই। ফলে ফাইনালে উঠলে ট্রফি জেতার সুযোগ থাকত রোনাল্ডোর দলের সামনে। সেই সুযোগ হাতছাড়া হল।

রোনাল্ডো দলে যোগ দেওয়ার পরেই গার্সিয়া বলেছিলেন, দলে মানিয়ে নিতে সময় লাগবে রোনাল্ডোর। সেই কথাই ক্রমশ সত্যি হতে চলেছে। সুপার কাপ থেকে বিদায়ের পর গার্সিয়া বলেছেন, “প্রথমার্ধে একটা সহজ সুযোগ মিস করেছিল রোনাল্ডো। সেটা গোল হলে ম্যাচের পরিস্থিতি অন্য রকম হতে পারত।” অর্থাৎ ঘুরেফিরে সেই রোনাল্ডোকেই দায়ী করেছেন গার্সিয়া।

সৌদি আরবে রোনাল্ডো যাওয়ার পর মনে করা হয়েছিল সহজেই মন জয় করে নেবেন। তবে এখন সৌদির ঘরোয়া ফুটবল যথেষ্ট প্রতিযোগিতামূলক। রোনাল্ডোর বিপক্ষ কোচ ছিলেন নুনো এসপিরিতো সান্তো। সম্প্রতি ইপিএলে টটেনহ্যাম, উলভারহ্যাম্পটনের মতো ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট