1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখল কারা?

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করা আহসান হাবিবের বাড়িতে দেয়ালে কে বা কারা লিখে রেখে গেছে—‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

তিনি বলেন, আমরা খবর পেয়ে আহসান হাবিবের বাড়িতে আসি এবং ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ লেখাটি দেখতে পাই।

হুমকি পাওয়া আহসান হাবিব (২৪) বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের গফুর প্রামাণিকের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছোট। আহসান হাবিব সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলার সহ-সমন্বয়ক।

আহসান হাবিব বলেন, সোমবার রাতের কোনো এক সময় আমার ঘরের দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ এমন লেখাটি দেখতে পেয়ে আমার ভাবি আমাকে জানান। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমান ছাত্রসমাজকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা পাঁয়তারা চালাচ্ছে। আমি নিজেও একজন ছাত্র। আজ আমাকে হুমকি দিয়েছে, কাল আমার অন্য ভাইকেও হুমকি দিতে পারে। আমি এর সুষ্ঠু বিচারে দাবি জানাচ্ছি।

আহসান হাবিবের বড় ভাই শাহাদত হোসেন বলেন, আমার ছোট ভাই ছাত্র আন্দোলনের সময় সক্রিয় ছিল। সে বিভিন্ন এলাকায় সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করেছে। সেই প্রেক্ষিতেই স্বৈরাচারী সরকারের দোসররা পরিকল্পিতভাবে এমন কাজটি করেছে।

প্রতিবেশী হালিমা বেগম বলেন, আমার গেটের সাথেই আহসান হাবিবের ঘর। এই বিষয় নিয়ে খুবই আতঙ্কে আছি আমরা এলাকাবাসী।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) সুমন রঞ্জন সরকার জানান, বিষয়টি জানার পর জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ মাঠে কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট