র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে নিয়মিত জঙ্গী, অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকসেবী গ্রেফতার এবং বিভিন্ন অর্থ সামাজিক কাজে বিশেষ অবদান রেখে আসছে এর পাশাপাশি র্যাবের মানবিক কাজের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রান বিতরণ, করোনা কালীন সময়ে গরীব ও দুঃস্থদের মধ্যে খাবার ও চিকিৎসা সহায়১তাসহ এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর তত্ত্বাবধানে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে অদ্য আজ (সোমবার) বিকালে দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে র্যাব ফোর্সেস মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম; অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মোঃ কামরুল হাসান, পিপিএম, এএফডব্লিসি, পিএসসি এবং র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহ্রিয়ার, পিএসসি, জি সহ অন্যান্য অফিসার ও সদস্য বৃন্দের উপস্থিতিতে ১০০০ জন দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
Leave a Reply