রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। পূর্ব ইউরোপের এই দেশটি বলেছে, তারা রাশিয়ার সাথে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত।
সংবাদমাধ্যমটি বলছে, সৌদি আরবে একদিনের মার্কিন-ইউক্রেন আলোচনার পর, ইউক্রেন জানিয়েছে— তারা রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে তাৎক্ষণিকভাবে যেতে রাজি আছে।
সম্প্রতি ওভাল অফিসে জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বাক্যবিনিময়ের পর সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় মঙ্গলবার অনুষ্ঠিত এই আলোচনা ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
মার্কিন-ইউক্রেন বিবৃতিতে বলা হয়েছে, “উভয় প্রতিনিধিদল তাদের আলোচনাকারী দলের নাম ঘোষণা করতে এবং ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে এমন একটি স্থায়ী শান্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।”
বৈঠকের পর মঙ্গলবার গভীর রাতে জেদ্দায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আশা প্রকাশ করেন, রাশিয়া এই প্রস্তাব গ্রহণ করবে। তিনি বলেন, ইউক্রেন “গুলিবর্ষণ বন্ধ করে আলোচনা করতে প্রস্তুত” এবং যদি রাশিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে “তাহলে আমরা দুর্ভাগ্যবশত জানতে পারব এখানে শান্তির পথে বাধা কী”।
এদিকে জেদ্দায় “গঠনমূলক” আলোচনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়াকে হয় “যুদ্ধ বন্ধ করতে হবে বা যুদ্ধ চালিয়ে যেতে তার ইচ্ছা প্রকাশ করতে হবে। এখন পূর্ণ সত্য প্রকাশের সময় এসেছে।”
অবশ্য এই বিষয়ে রাশিয়া এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে মঙ্গলবার ক্রেমলিন বলেছিল, আলোচনার ফলাফল সম্পর্কে ওয়াশিংটনের কাছ থেকে ব্রিফ পাওয়ার পর তারা এই বিষয়ে একটি বিবৃতি জারি করবে।
প্রসঙ্গত, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে। মস্কো বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।
Leave a Reply