1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইঞ্জিন বিকল, তিন শতাধিক পর্যটকসহ সাগরে আটকে পড়ে সেন্ট মার্টিন-ফেরত জাহাজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ, অপেক্ষা তফসিলের খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো ‘খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত’ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে : ভারত শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

রাজশাহী-চর মাজারদিয়ার যেতে যত দূর্ভোগ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীর পদ্মার ওপারের একটি গ্রাম চর মাজারদিয়ার। এপারের শহর থেকে অনায়াসে দেখা যায় গ্রামটি। তবে দুটি নদী ও মাঝখানে সাড়ে ছয় বর্গ কিলোমিটারের একটি চর পেরিয়ে যেতে হয় ওই গ্রামে।

ভরা বর্ষায় পদ্মা যৌবনা থাকলে নদীপথে যাতায়াত করা যায় সহজে। তবে বছরের বেশিরভাগ সময় পদ্মা থাকে মরা খালের মতো। ফলে পদ্মায় পানি না থাকায় শহরের সঙ্গে যোগাযোগে চরম ভোগান্তি পোহাতে হয় ওই গ্রামের বাসিন্দাদের।

চিকিৎসাসহ সার্বিক সেবা পেতে দুর্ভোগে পড়তে হয় এই গ্রামের বাসিন্দাদের। পাশাপাশি উৎপাদিত ফসল বাজারজাত করতেও অতিরিক্ত খরচ হয়ে যায়। ফলে বাম্পার ফলন হলেও লাভের মুখ দেখা হয় না তাদের। চর মাজারদিয়ার এলাকার পূর্ব পাড়ার বাসিন্দা মিজান বলেন, রাস্তা অল্প হলেও শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় যে কোনো সুবিধা পেতে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

চরটির সাবেক মেম্বার শামীম ইসলাম বলেন, প্রয়োজন-অপ্রয়োজন, সুবিধা-অসুবিধায় শহরের সঙ্গে যোগাযোগ রাখতেই হয়। কিন্তু এই যোগাযোগ ব্যবস্থার দৈন্যদশার কারণে এই চরের বাসিন্দাদের অনেক কষ্ট করতে হয়। এই চরসংলগ্ন নদী থেকে খালি চোখেই শহর দেখা যায়। তবে সেই নদী পারাপারে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা। ফলে জরুরি রোগী ও উৎপাদিত ফসল নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটে এই চরের বাসিন্দাদের।

পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল বলেন, চরের এই সমস্যা বহু বছর ধরেই চলে আসছে। এ সমস্যা সমাধানে চরে রাবার ড্যাম স্থাপন ও ড্রেজিং করতে হবে। আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। এটি হলে চারবাসীর দুঃখ কমে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট