তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই-৩) প্রোগ্রামের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
এই কর্মকর্তাকে ওই পদে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মাঠ প্রশাসন দিয়ে পেশাগত জীবন শুরু করা হুমায়ূন কবীর একসময় গাজীপুর জেলা প্রশাসক ছিলেন। মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক এই শিক্ষার্থী ২০১৩ সাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন দায়িত্ব সামলিয়েছেন।
আলাদা আদেশে রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্ব চালিয়ে আসা জি এস এম জাফরউল্লাহকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
Leave a Reply