1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

রাজশাহীতে নিজের আমবাগান ও লিচুবাগান পরিচর্যা না করতে ভূমিদস্যুদের হুমকী

আব্দুল জাব্বার :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী সিটি করপোরেশন এর এক নাম্বার ওয়ার্ড এর আওতাধীন সাইরগাছা এলাকার নানার পৈতিক জমি ফিরে পেতে আদালতের স্বরনাপন্ন হওয়া সেই লবেজান বেওয়া নামের বিধবা মহিলাটি তার জমিটি আদালতের আদেশে ফিরে পেলেও পার্শ্ববর্তী এলাকার মৃত জয়নাল ডাক্তারের ছেলে কুখ্যাত ভূমিদস্যু ইসমাইল আমাুল্লা, মামুন ও তাদের সন্ত্রাসী বাহিনী জমিটি আবার জবর দখল করতে বিধবা লবেজান বেওয়াকে অব্যাহত হুমকী প্রদাণ করে চলেছেন।

জানা যায়, লবেজান বেওয়া আদালতের রায় পাওয়ার পর তার উক্ত জমির উপর থাকা আমবাগান ও লিচুবাগান এর আমফল ও লিচুফল দুই বছরের জন্য লিজে বিক্রয় করেন একই এলাকার মৃত খলিল মন্ডলের ছেলে মো: জিয়াউর রহমান খুকার কাছে।

আমবাগান ও লিচুবাগান লিজ নেওয়া জিয়াউর রহমান খুকা আজ (৯ এপ্রিল) বুধবার সকালে উক্ত বাগান পরিচর্যা করার জন্য একটি বাঁশের মাঁচা করতে গেলে মৃত জয়নাল ডাক্তারের ছেলে কুখ্যাত ভূমিদস্যু ইসমাইল আমাুল্লা, তার সন্ত্রাসী বাহিনী ও মামুন লিজ গ্রহনকারী খুকাকে মাঁচা করতে বাঁধা প্রদাণ করেন। এতে লিজ গ্রহণকারী খুকা তাদের বাঁধা উপেক্ষা করে তার মাঁচা তৈরীর কাজ অব্যাহত রাখলে তাকে উক্ত ভূমিদস্যুরা বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোসহ প্রাননাশের হুমকী দিয়ে স্থান ত্যাগ করেন।

এব্যপারে লিজ গ্রহণকারী জিয়াউর রহমান খুকার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি লবেজান বেওয়া নামে এক বিধবা মহিলার নিকট নগদ টাকায় দুই বছরের জন্য এই আমবাগান ও লিচুবাগানটি ক্রয় করি কিন্তু দূর্ধর্ষ ভূমিদস্যু ইসমাইল আমানুল্লা, মামুন ও তাদের সন্ত্রাসীবাহিনী আমাকে বাগান পরিচর্যা করতে ও বাগানে যে কোন ধরনের কাজ করতে বাঁধা প্রদাণ করেন। আমি তাদের কথায় কর্ণপাত না করে আমার কাজ অব্যাহত রাখলে তারা আমাকে মিথ্যা মামলায় জড়ানোসহ প্রাননাশের হমকী দিয়ে চলে যায়। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি পুলিশ প্রশাসনের সু-হস্তক্ষেপ কামনা করছি।

এব্যপারে মৃত জয়নাল ডাক্তারের ছেলে মোঃ ইসমাইল আমানুল্লাহ ও মোঃ মামুনের সাথে যোগাযোগ করা হলে, তারা প্রতিবেদকের সাথে কথা বলতে রাজী হননি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট