রাজধানীর যাত্রাবাড়ীতে বিবির বাগিচা এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাসার সামনেই মো. ইকবাল (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতের স্ত্রী কুলসুম জানান, আমার স্বামী রাতে বাসার সামনে দাঁড়িয়েছিল। এ সময় এলাকার সন্ত্রাসী উজ্জলসহ বেশ কয়েকজন পূর্ব শত্রুতার জেরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান— আমার স্বামী আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
Leave a Reply