যুক্তরাষ্ট্রের বন্দি শিবিরগুলোতে বর্তমানে আটক আছেন ৪৭ হাজার ৬০০ জন নথিবিহীন অভিবাসী। এদের বেশিরভাগই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের পর গত প্রায় ২ মাসে গ্রেপ্তার হয়েছেন।
ট্রাম্প বিভিন্ন অঙ্গরাজ্যে নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে মার্কিন অভিবাসী বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।
যুক্তরাষ্ট্রে নথিবিহীন অভিবাসীদের বিশেষ কারাগারে বা বন্দিশিবিরে রাখা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আইসিই যৌধভাবে পরিচালনা করে এসব শিবির। আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, শিবিরগুলোতে মোট বন্দির সংখ্যা কারাগারের ধারণক্ষমতাকে ছাড়িয়ে গেছে।
আইসিই’র পরিচালিত এসব বন্দি শিবিরের মোট ধারণক্ষমতা ৪১ হাজার ৫০০ জন। অর্থাৎ, এই মুহূর্তে শিবিরগুলোতে ধারণক্ষমতার চেয়েও অতিরিক্ত বন্দি আছেন ৬ হাজার ১০০ জন।
আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, বন্দি শিবিরগুলোর ধারণক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। মন্ত্রণালয় থেকে এ ব্যাপরে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন তারা।
সূত্র : রয়টার্স
Leave a Reply