1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

ভূমিকম্পে সহায়তায় একাই ৩১২ কোটি টাকা দিলেন পাকিস্তানি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের পর দেশ-বিদেশ থেকে ছুটে আসছেন উদ্ধার বিশেষজ্ঞরা। সময়ক্ষেপণ না করে ব্যবহার করছেন নানা পন্থা। কেউ কেউ উদ্ধারকাজ ধীরগতিতে হচ্ছে বলে আক্ষেপ দেখাচ্ছেন। কেউ আবার অপেক্ষা না করে প্রিয়জনদের উদ্ধারের আশায় খালি হাতেই সরাচ্ছেন ধ্বংসস্তূপ।

এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। পাকিস্তানি এক নাগরিক নাম প্রকাশ না করেই একাই ৩ কোটি ডলার বা ৩১২ কোটি টাকা দান করেছেন ক্ষতিগ্রস্তদের সহায়তায়।

পরিচয় গোপন রেখে যুক্তরাষ্ট্রের তুর্কি দূতাবাসে ৩ কোটি মার্কিন ডলার দান করেন অজ্ঞাত এক পাকিস্তানি।

শনিবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। টুইটারে তিনি বলেন, এক অজ্ঞাত পাকিস্তানির উদাহরণ দেখে খুব অনুপ্রাণিত হয়েছি। এ ধরনের পদক্ষেপ পরোপকারের এমন মহান কাজ, যা মানুষকে বিপর্যকর পরিস্থিতির মধ্যেও ঘুরে দাঁড়ানোর সাহস জোগায়।

গত বৃহস্পতিবার দুই দেশের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য তহবিল ও ত্রাণসামগ্রী সংগ্রহের তদারকির জন্য একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করেছেন শেহবাজ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট