1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন জাকির নায়েক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল দেশজুড়ে বৃষ্টিপাত থাকবে আরো পাঁচ দিন- আবহাওয়া অধিদপ্তর ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ৮ বাংলাদেশি নিহত গাজা যুদ্ধ বন্ধে মিসরে ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলের আলোচনা শুরু রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস উত্তরায় সাংবাদিক পেটানো সেই আকাশ দুই সহযোগীসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৮ অঞ্চলে ঝড়ের আভাস ফাঁকা ঢাকায় চলাচলে স্বস্তি, নেই চিরচেনা যানজট  মব আতঙ্কে চরম নিরাপত্তাহীনতায় রাজধানীর উত্তরাবাসী, সমন্বয়ক কর্তৃক সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা

পহেলা বসন্ত, ভালোবাসা দিবস
‘ভালোবাসার’ এক গোলাপ ১০০ টাকা!

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঋতুচক্রের ঘুর্ণিপাকে বছর ঘুরে আবার এসেছে সেই সময়, যখন প্রকৃতি নিজেই যেন হয়ে ওঠে ভালোবাসায় আকুল। গাছে গাছে ফুল ফুটেছে, বাতাসে বইছে বসন্তের আগমনী গান। আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, একই সঙ্গে ফাগুনের আগুন দিনের শুরু।

রাজবাড়ীতে তিন-চার দিনের ব্যবধানে গোলাপ ফুলের দাম বেড়েছে কয়েক গুণ। ১৫ থেকে ২০ টাকার গোলাপ ফুল এখন মান ভেদে ৫০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চার দিনের ব্যবধানে এত দাম বেড়ে যাওয়ায় অবাক হয়েছেন ফুল কিনতে আসা ‘ভালোবাসার’ ফেরিওয়ালারা।

বিথী ফুল ঘরের মালিক মো. মনি বলেন, ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষ্যে গোলাপের চাহিদা বেশি থাকে। ক্রেতারা তাদের ভালোবাসার মানুষের জন্য গোলাপটাই বেশি নেন।

ভালোবাসা দিবসের আগের দিন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ী শহরের বড়পুল ও পান্না চত্বর এলাকার রাজবাড়ী ফুল সেন্টার, নুপুর ফুল সেন্টার, রাজবাড়ী ফুলঘর, বিথী ফুলঘরসহ বেশ কয়েকটি ফুলের দোকান ঘুরে দেখা গেছে, প্রতিটি ফুলের দোকানেই রয়েছে ক্রেতাদের ভিড়। বিক্রেতারাও বিভিন্ন ধরনের গোলাপ ফুল মজুত করেছেন। সব দোকানে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত প্রতিটি গোলাপ ফুল বিক্রি হচ্ছে।

প্রিয়জনের জন্য ফুল কিনতে এসেছেন অনেকে

 

এসব দোকানে তিন ধরনের গোলাপ বিক্রি হচ্ছে। এর মধ্যে একটি দেশি, বাকি দুটি চায়না। চায়না হলুদ গোলাপ চার দিন আগে বিক্রি হয়েছে ১৫-২০ টাকা, এখন তা ১০০ টাকা। চায়না সাদা গোলাপ বিক্রি হয়েছে ২০ টাকা, এখন তা ৬০ থেকে ১০০ টাকা। দেশি গোলাপ আগে ছিল ১০ থেকে ১৫ টাকা, এখন ৫০-৭০ টাকা। এছাড়া হাইব্রিড জাতের গোলাপ ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, ভুট্টা কেলেনডোলা, চন্দ্রমল্লিকা, জিপসি ও গাঁদাসহ নানা জাতের ফুল রয়েছে দোকানগুলোতে। সেগুলোর দামও বেড়েছে। তবে চাহিদা তুলনামূলক কম হওয়ায় সেগুলোর দামের বিষয়ে কারও অভিযোগ নেই।

গোলাপ ফুল কিনতে আসা সুজন বিষ্ণু বলেন, কিছুদিন আগে যে গোলাপ ১৫ টাকা থেকে ২০ টাকা দরে কিনেছি সেই গোলাপ আজ ১০০ টাকা দাম চাচ্ছেন বিক্রেতারা। এছাড়া ছোট সাইজেরগুলো ৫০ থেকে ৭০ টাকা দাম চাচ্ছে। শুধু একদিনের জন্য গোলাপ ফুলের দাম বেড়ে যাওয়াটা অযৌক্তিক।

আরেক ক্রেতা শারমিন ও সুজনা ইসলাম বলেন, বন্ধুর জন্য ও পরিবারের বাবা-মায়ের জন্য ফুল কিনতে এসেছি। একটু বড় সাইজের গোলাপ ১০০ টাকায় বিক্রি হচ্ছে ও ছোট সাইজেরগুলো ৫০ থেকে ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেবেছিলাম অনেকগুলো কিনব, কিন্তু দাম বেশি থাকায় ২টা নিয়েছি। এছাড়া আজ ক্রাউনের দামও অনেক বেশি। কয়েকদিন আগে ১০০ টাকায় প্লাস্টিকের ফুলের ক্রাউন পাওয়া যেত। এখন ২০০ টাকার নিচে ক্রাউন পাওয়া যাচ্ছে না।

দোকানে তিন ধরনের গোলাপ বিক্রি হচ্ছে। এর মধ্যে একটি দেশি, বাকি দুটি চায়না। চায়না হলুদ গোলাপ চার দিন আগে বিক্রি হয়েছে ১৫-২০ টাকা, এখন তা ১০০ টাকা। চায়না সাদা গোলাপ বিক্রি হয়েছে ২০ টাকা, এখন তা ৬০ থেকে ১০০ টাকা। দেশি গোলাপ আগে ছিল ১০ থেকে ১৫ টাকা, এখন ৫০-৭০ টাকা। এছাড়া হাইব্রিড জাতের গোলাপ ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, ভুট্টা কেলেনডোলা, চন্দ্রমল্লিকা, জিপসি ও গাঁদাসহ নানা জাতের ফুল রয়েছে দোকানগুলোতে। সেগুলোর দামও বেড়েছে।

ভালোবাসার মানুষের জন্য রাজবাড়ী ফুল সেন্টারে গতকাল মঙ্গলবার ফুল কিনতে এসেছেন শরীফুল। তিনি একটি ক্রাউন ও গোলাপ নিয়েছেন। তিনি বলেন, আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন। তাই ভালোবাসার মানুষের জন্য ফুল নিয়েছে। কিন্তু ফুলের দাম অত্যাধিক বেশি। একটি হলুদ রঙের গোলাপ নিলাম ৯০ টাকা দিয়ে ও মাথায় পরার ক্রাউন নিয়েছি ২০০ টাকা দিয়ে। সবকিছুরই দাম বেশি। তারপরও ভালোবাসা দিবসের দিনে ভালোবাসার মানুষকে ফুল না দিলে চলে না।

পান্না চত্বর এলাকার রাজবাড়ী ফুল সেন্টারের মালিক কালাম মন্ডল বলেন, একই দিনে ভালোবাসা দিবস, সরস্বতী পূজা হওয়ায় ফুলের দাম কিছুটা বেশি। ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষ্যে লাখ টাকার ফুল মজুত করেছি। রাজবাড়ীতে ফুল চাষ না হওয়ায় বাইরে থেকে আনতে হয়। যে কারণে পরিবহন খরচও বেশি হয়। তবে অন্য বছরের তুলনায় এবার বাজারদর বেশি। যে কারণে একটু চড়া দামেই বিক্রি করতে হচ্ছে।

বিথী ফুল ঘরের মালিক মো. মনি বলেন, সারা বছর তেমন বেচাবিক্রি না হলেও ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষ্যে গোলাপের চাহিদা বেশি থাকে। ক্রেতারা তাদের ভালোবাসার মানুষের জন্য গোলাপটাই বেশি নেন। এ কারণে সারা বাংলাদেশেই গোলাপের চাহিদা বেশি থাকে। তাই দামও তুলনামূলক বেশি থাকে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট