ভারতের কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) জানিয়েছে, বিদেশি বিনিয়োগ (এফডিআই) সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি রুপির বেশি জরিমানা করা হয়েছে।
ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (এফইএমএ) এর অধীনে বিচারিক প্রক্রিয়া শেষে ব্রিটিশ এই সম্প্রচার সংস্থাটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিবিসি-এর একজন মুখপাত্র ভারতের প্রেস ইনস্টিটিউটকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, এই মুহূর্তে, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়া বা এর কোনো পরিচালকের কাছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কোনো আদেশ পৌঁছায়নি। বিবিসি সব দেশের নিয়মকানুন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে ভারতও রয়েছে। আমরা আদেশটি পেলে সেটি সাবধানে পর্যালোচনা করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
২০২৩ সালের ৪ আগস্ট বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়া এর তিন পরিচালক এবং অর্থপ্রধানকে এফইএমএ আইনের অধীনে বিভিন্ন নিয়ম লঙ্ঘনের অভিযোগে শো-কজ নোটিশ জারি করা হয়। এরপরই এই বিচারিক প্রক্রিয়া শুরু হয়। এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে বিবিসি-এর অফিসে আয়কর বিভাগের তদন্তকারীরা জরিপ চালায়। সেই ঘটনার কয়েক মাস পর ইডি বিবিসি-এর বিরুদ্ধে এফইএমএ অনুসন্ধান শুরু করে।
সূত্রগুলো থেকে জানা গেছে, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়া একটি শতভাগ এফডিআই কোম্পানি। তারা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সংবাদ ও চলমান বিষয় আপলোড বা স্ট্রিমিং করত। কিন্তু ভারত সরকারের নিয়ম অনুযায়ী, তাদের এফডিআই ২৬ শতাংশে-এ নামিয়ে আনা উচিত ছিল। কিন্তু তারা তা না করে শতভাগ এফডিআই বজায় রেখেছে, যা সরকারি নিয়মের ‘গুরুতর লঙ্ঘন’। শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ (ডিপিয়াইআইটি) ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর প্রেস নোট ৪ জারি করে, যেখানে ডিজিটাল মিডিয়ায় এফডিআই সীমা ২৬ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।
সূত্র: এনডি টিভি
Leave a Reply