দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে অব্যাহত রয়েছে পাহাড়ি হিম বাতাস। রাত থেকে ভোর সকাল পর্যন্ত কুয়াশা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে ঝলমলে রোদ।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে জেলা জুড়ে। উত্তরের এ জেলায় শীতের চিরচেনা রূপ বা দৃশ্য দেখা যায়নি। এখনও সকালে ঘন কুয়াশার দেখা পাওয়া যাচ্ছে না। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে।
সরেজমিনে সকাল সকাল দেখা গেছে, গরম কাপড় পড়ে প্রয়োজনীয় কাজে ছুটছেন জেলার মানুষ। অপরদিকে দিনের বেলা আবহাওয়া গরম থাকলেও সন্ধা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে ঠান্ডা।
আবহাওয়া অফিস বলছে, আঁকাশ পরিষ্কার থাকায় কুয়াশা কম লক্ষ করা যাচ্ছে। একই সাথে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। এদিকে গত শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি ও রোববার (১ ডিসেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, মঙ্গলবার পর্যন্ত টানা ৮ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। একই সাথে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৭ ডিগ্রি সেথে ৩০ ডিগ্রির মধ্যে।
Leave a Reply