1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

দুই বছর পর হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক

মহানগর ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পানি, বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিবরা। দুই বছর পর হতে যাওয়া বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এই বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রার ঢাকায় আসার কথা রয়েছে।

২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব বৈঠকটি হয়েছিল দিল্লিতে।

জানা গেছে, এবারের আলোচনায় পানি, বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, লাইন অব ক্রেডিটসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে এটি নিয়মিত বৈঠক। শেষবার আমি দিল্লি গিয়েছিলাম। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের পরে তিনি সেভাবে আসেননি। দুই দেশের সব ইস্যু নিয়ে আলোচনা করব।

এছাড়াও বৈঠকে আগামী সেপ্টেম্বরে ডি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য সফর নিয়েও আলোচনা হতে পারে।

এদিকে এ বছরের মাঝামাঝি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক জয়েন্ট কনসালটেটিভ কমিশনের প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, গত বছর এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের বাংলাদেশ সফরের সময়ে কাত্রা ঢাকায় এসেছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট