1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন জাকির নায়েক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল দেশজুড়ে বৃষ্টিপাত থাকবে আরো পাঁচ দিন- আবহাওয়া অধিদপ্তর ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ৮ বাংলাদেশি নিহত গাজা যুদ্ধ বন্ধে মিসরে ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলের আলোচনা শুরু রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস উত্তরায় সাংবাদিক পেটানো সেই আকাশ দুই সহযোগীসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৮ অঞ্চলে ঝড়ের আভাস ফাঁকা ঢাকায় চলাচলে স্বস্তি, নেই চিরচেনা যানজট  মব আতঙ্কে চরম নিরাপত্তাহীনতায় রাজধানীর উত্তরাবাসী, সমন্বয়ক কর্তৃক সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা

ছুটির দিনে গভীররাত পর্যন্ত জমজমাট কেনাকাটা, মার্কেটে উপচে পড়া ভিড়

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদের পূর্ব মুহূর্তে ছুটির দিন হওয়ায় রাজধানীর শপিং মল ও বিপণি বিতানগুলোতে আজ ক্রেতাদের উপচে পড়া ভিড়। জুমার নামাজের পর থেকেই মার্কেটগুলোর সামনের ফুটপাথ থেকে শুরু করে মূল দোকানে বাড়তে থাকে ক্রেতা সমাগম। ইফতারের পর যেন এসব এলাকায় পা ফেলার জায়গা নেই। সবখানেই মানুষ আর মানুষ। কেউ কিনছেন, কেউবা দেখছেন।

dhakapost

যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা করতে এসেছেন মনিরুল ইসলাম ও তার স্ত্রী শামীমা রহমান। তারা জানান, ঈদের জন্য নতুন পোশাক কিনতে আজকে এসেছেন। দুজনেই চাকরি করেন তাই ছুটির দিনটিকে শপিংয়ের জন্য বেছে নিয়েছেন তারা।

এবারের ঈদে নতুন কী পোশাক ক্রয় করা হবে, এমন প্রশ্নের জবাবে শামীমা রহমান বলেন, আমি অনলাইনে শাড়ি কিনেছি। এখন চুড়ি আর জুতা কেনার পরিকল্পনা আছে।

dhakapost

একই মার্কেটে চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন তানজিয়া শারমিন নামে আরেক ক্রেতা। তিনি বলেন, ছুটির দিন বলে আজ এসেছি। স্বামী ও শ্বশুর, শাশুড়ির জন্য কাপড় কেনা হয়ে গেছে। এখন পর্যন্ত নিজের ও বাচ্চাদের জন্য কাপড় কেনা হয়নি। তিন ঘণ্টা ধরে আছি মার্কেটে, পা ব্যথা করছে তাই একটু বিশ্রাম নিচ্ছি।

সুবাস্তু নজর ভ্যালি মার্কেটে গিয়ে কথা হয় সাজ্জাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, অফিস থাকায় সপ্তাহের অন্যান্য দিনে মার্কেটে আসতে পারি না। আজ ছুটির দিন বলে আসতে পেরেছি। সবার জন্য কেনাকাটা করেছি। তবে আজ মার্কেটে মানুষের অনেক ভিড়, তাই ঘুরতে একটু কষ্ট হয়েছে।

dhakapost

এদিকে সুবাস্তু টাওয়ারের সামনের ভ্যানে বাচ্চার জন্য জামাকাপড় দেখছেন রবিউল আলম নামক এক ক্রেতা। তিনি বলেন, এক ঘণ্টা মার্কেটে ঘুরেছি, ওখানে পছন্দ হয় কিন্তু দামে মিলে না। আবার দামে মিললে পছন্দ হয় না। তাই বের হয়ে বাইরে দেখছি মেলানো যায় কি না। এবার জিনিসপত্রের অনেক দাম। গত ঈদের তুলনায় প্রতিটি জামায় অন্তত ২০০ থেকে ৩০০ টাকা বেশি দাম চাচ্ছে।

রবিউল আলম বলেন, নিজের জন্য কিছু না কিনলেও তো বাচ্চাদের জন্য কিছু কিনতে হবেই। দামে মিললে এখান থেকে আজ কিনব, নয়ত আগামীকাল অন্যকোনো দিকে দেখব।

শাহজাদপুর কনফিডেন্স শপিং সেন্টারে রিয়া ফ্যাশন নামে এক দোকানের ম্যানেজার ইমরান হোসেন বলেন, আজ ছুটির দিন তাই ক্রেতা বেশি। ক্রেতারা মার্কেটে আসছেন, ঘুরছেন, পছন্দমতো কাপড় কিনছেন। ঈদ উপলক্ষ্যে ক্রেতাদের যেন পছন্দ হয় এমন সব কাপড় দোকানে তুলেছি।

যমুনা ফিউচার পার্কের সেইলর ফ্যাশনের এক বিক্রয়কর্মী জানান, দুপুরের পর থেকে মার্কেটে প্রচুর ক্রেতা আসছেন। সন্ধ্যার পর থেকে তো একটু বিশ্রামেরও সুযোগ পাইনি। এই রমজানে আজকেই মনে হয় সর্বোচ্চ ক্রেতারা আসছেন।

অর্ভিয়া টাচ নামে শোরুমের ইনচার্জ রেজাউল হক বলেন, আমাদের দোকানে সব বয়সীদেরই জামা-কাপড় আছে। তবে বিক্রির দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে বাচ্চাদের কাপড়। আশা করছি, ঈদের দিন পর্যন্ত ক্রেতা সমাগম আরও বাড়বে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট