1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কার্তিক মাসের মধ্যভাগে আজ সন্ধ্যার আগে ঢাকার আকাশ মেঘে ঢেকে নেমে আসে ঘোর অন্ধকার। পরে দীর্ঘ সময় ধরে ঝরে বৃষ্টি। আর কার্তিকের এই বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ঢাকার বেশ কয়েকটি এলাকায়। পাশাপাশি যানবাহনে ধীরগতিও দেখা দিয়েছে।

এদিকে, বৃষ্টির পর সন্ধ্যায় ঢাকার বিভিন্ন সড়ক, অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাজধানীর মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তা, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, মোহাম্মদপুর, ইসিবি, কালশীসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হলেও ধীরে ধীরে পানি নেমে যেতে শুরু করেছে। এ ছাড়া বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে যানবাহনগুলো ধীরগতিতে চলছে।

dhakapost

বারিধারা এলাকায়ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জানিয়ে আরেক চাকরিজীবী সাদিকুল ইসলাম বলেন, অন্য সড়কের পাশাপাশি বারিধারার মতো অভিজাত এলাকার ভেতরেও বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষকে প্যান্ট গুটিয়ে, জুতা হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে।

এদিকে, সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট