1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

কক্সবাজারে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজার জেলার চকরিয়ায় সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের দরগাহ গেইট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দুঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের কারণে জনদূর্ভোগ সৃষ্টি হয়। পরে ঘঠনাস্থলে পুলিশ আসলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী মো. বেলাল উদ্দীন জানান, দরগাহ গেইটের দক্ষিণ পূর্ব পাশে সিমেন্ট বোঝাই গাড়িটি দাড়িয়ে ছিল হঠাৎ কক্সবাজারগামী বিছমিল্লাহ পরিবহণের একটি বাস ট্রাকটিকে পিছন থেকে এসে জোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এতে কয়েকজন যাত্রী মারাত্বক আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত টিপু সোলতান (২২) ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্যামননগর ইউনিয়নের বাসিন্দা জামাল মিয়ার ছেলে। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

চকরিয়া হাইওয়ে থানার ওসি খোকন কান্তি রুদ্র দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট