1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

এক্সিট পোল ২ মাস আগেই তৈরি, এগুলো বিশ্বাস করি না : মমতা

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারতে লোকসভা নির্বাচন শেষ হয়েছে। এবার ফলাফলের পালা। আনুষ্ঠানিক ভোটগণনার আগে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই দেখানো হয়েছে বিজেপি জিততে চলেছে। এমনকি পশ্চিমবঙ্গে রাজ্যটির শাসক দল তৃণমূলের চেয়েও এগিয়ে বিজেপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোটগ্রহণ শেষ হতেই বিভিন্ন সংবাদমাধ্যম ও সংস্থার এক্সিট পোল দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, এক্সিট পোলগুলোর তথ্য ভুল। এই এক্সিট পোলগুলো দুই মাসে আগেই তৈরি হয়ে গিয়েছিল। এগুলো সব বিজেপির তৈরি করা।

তিনি আরও বলেন, ‘আমি অন্য রাজ্যের বিষয়ে বলতে পারব না, কারণ আমার অন্য রাজ্য নিয়ে ধারণা নেই। তবে অখিলেশরা ভালো করবে, তেজস্বীরা ভালো করবে, স্ট্যালিনরা ভালো করবে। উদ্ধবরা ভালো করবে। যেখানে যেখানে আঞ্চলিক দল রয়েছে, তারা ভালো ফল করবে। যেই-ই আসুক না কেন, খুব বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে না।’

তিনি আরও বলেন, ‘ভোটটা যদি মেশিনেই হয়, ভোটটা যদি গোপনেই হয়, তবে জানল কী করে। আমরা জানবার আগে, কাউন্টিং হওয়ার আগে মিডিয়া কী করে বলছে কে কোন সিটে কে জিতবে, কে হারবে। আমি এই মিডিয়ার ক্যালকুলেশন মানি না। আমি আমাদের কর্মীদের বলব, শক্তিশালী থাকতে, ভালো করে কাউন্টিং করতে। যা সিট দেখিয়েছে মিডিয়া, তার ডবল সিট যদি জিততে না পারি, তখন দেখবেন। প্রত্যেকটা সিট আমরা জিতব।’

পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কোনও নম্বরে যাব না। আমরা যেভাবে মাঠে-ঘাটে কাজ করেছি, আমি মানুষের চোখ দেখেছি, তাতে আমার কখনও মনে হয়নি মানুষ আমাদের ভোট দেবে না। বিজেপি অনেক শয়তানি করেছে। সিবিআই-ইনকাম ট্যাক্স রেইড, সিএএ, ওবিসি সার্টিফিকেট বাতিল, চাকরি খেয়ে নেওয়া, টাকা বন্টন করা।’

‘এমনকি, কংগ্রেসের এলাকাতে মুসলিম দেখে দেখে টাকা দিয়েছে। আমার মনে হয় না মুসলিমরা ওদের ভোট দেবে। আমরা একসঙ্গে বিজেপি, কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে লড়েছি। এই জন্য বলছি, আমাদের রাজ্য নিয়ে যা দেখিয়েছে, তা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বিশ্বাস করি না। এটা পুরোটা ফেক। এরা বিজেপির দালাল।’

তার ভাষায়, ‘যারা মোদীজিকে জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টেজে, তাদের বলছি, এত সহজ অংকে পার পাওয়া যাবে না। এই সরকার কত দিন চলবে, সন্দেহ আছে।’

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট