1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

ইংলিশদের পরীক্ষা নিতে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে বেশ সফলতার সাথেই পাশ করেছে বাংলাদেশ দল। এবার লক্ষ্য ইংরেজদের হারানো। আজ (মঙ্গলবার) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

মাঠে নামার আগে অবশ্য গতকাল সোমবার ধর্মশালায় নিজেদের শেষ সময়ের অনুশীলন সেরেছে বাংলাদেশ। অনুশীলনে নিজেদের গত ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছেন ক্রিকেটাররা।

তবে এই ম্যাচের আগেও বাংলাদেশ দলে থেকেই যাচ্ছে ওপেনিং সমস্যা। দুই ওপেনারের কেউই পারফর্ম করতে পারছেন না। শ্রীলঙ্কার সঙ্গে প্রস্তুতি ম্যাচ বাদ দিলে ব্যাট হাতে একেবারেই নাজুক অবস্থা পার করছেন লিটন কুমার দাস। যে কারণে টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ ওপেনিং পজিশন। বাকি অন্য পজিশনগুলোতে বেশ ভালো মতোই এগিয়ে আছে সাকিবরা। বাকিটা মাঠে প্রয়োগ করার পালা।

ম্যাচের আগের দিন অবশ্য সংবাদ সম্মেলনে আসা স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ লিটনকে নিয়ে আশাবাদী, ‘লিটন কেন, যে কেউ খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে পারে। একমাত্র বিষয় হচ্ছে, আপনি কিভাবে শক্তভাবে ফিরে আসেন। আমি সিওর, লিটন দারুণভাবে ফিরে আসবে।’

সাকিব-মিরাজ জুটির প্রশংসা করে হেরাথ বলেন, ‘সত্যি বলতে, আমি দশের মধ্যে দশ নম্বর দেবো। কারণ, তারা শুরুতেই উইকেট বুঝতে পেরেছে। লাইন-লেন্থ বুঝতে পেরে অ্যাটাকিং ফিল্ড সেট করেছে। তারা যেভাবে বল করেছে আমি একশো ভাগ খুশি।’

এছাড়া ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলছিলেন, ‘দুই দলই কেবল একটি করে ম্যাচ খেলেছে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি গত ম্যাচের চেয়ে ভালো খেলতে পারবো। আগামীকাল ভালো পারফরম্যান্স করার প্রত্যাশায় আছি। কয়েকদিন ভালো প্রস্তুতি হয়েছে। সবাই মরিয়া হয়ে আছে ভালো পারফরম্যান্স করতে। দলের মধ্যে বেশ ক্ষুধাও আছে। মাঠে ফিরতে তারা রোমাঞ্চিত। ’

দুই দলের সাম্প্রতিক পারফর্ম অবশ্য কথা বলছে ইংলিশদের পক্ষে। মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজে পেয়েছিল অনায়াস জয়। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও জয় পেয়েছিল ইংলিশরা। তবে বিশ্বকাপের মঞ্চে দুইবার ইংলিশদের হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের। আজ ধর্মশালায় সেই স্মৃতিই নিশ্চয়ই ফিরিয়ে আনতে চায় ইংল্যান্ড।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট