1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

বলতে চেয়েছিলাম এক, বলে ফেলেছি অন্যরকম : মাহিয়া মাহি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় ভোটারদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘আমি আর সিনেমা করব না। নির্বাচনে জয়ী হলে এলাকার মানুষের পাশে থাকতে সেখানেই সময় দেব।’

ওই নারী ভোটারের মন্তব্যের জবাবে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমার বাসা মন্ডমালা। এখানেই থাকব। আমি আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।’

মাহি বললেন, অভিনয় ছাড়ার বিষয়ে সেদিন আমি বলতে চেয়েছিলাম একরকম, বলে ফেলেছি অন্যরকম।

এই নায়িকার কথায়, ‘আপনারা (সাংবাদিকদের উদ্দেশ্য করে) জানেন, আমার একটা সন্তান রয়েছে। একটা সংসার রয়েছে। তাই আগে যেভাবে সিনেমা করতাম, এখন সেটা পারব না। দেখা গেল, বছরে দুই একটা সিনেমা করব। আর বাকি সময়টা এলাকার মানুষের সঙ্গে থাকব। আমি জনসাধারণের সেবা করতে চাই।’

মাহি আরও বলেন, ‘যেই অভিনয়-সিনেমা দিয়ে আমার পরিচয়, রুটি-রুজি, সেটাই যদি ছেড়ে দেই তাহলে অন্য কিছু করতে হবে। আমি চাই না, মানুষের জন্য খরচ না করে সেই অর্থ খেয়ে ফেলতে।’

প্রসঙ্গত, এই সংসদীয় আসনে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি একটানা তিনবারের সংসদ সদস্য। অন্যদিকে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট