1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন

কেন অদৃশ্য হয়ে যাচ্ছে আকাশের তারা?

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মানুষ খালি চোখে দেখতে পায় এমন তারার সংখ্যা গত এক দশকে ব্যাপক হারে কমে গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য মিলেছে। খবর বিবিসির।

জার্মান রিসার্চ সেন্টার ফল জিওসায়েন্সেসের বিজ্ঞানী ড. ক্রিস্টোফার কিবা বিবিসিকে জানিয়েছেন, ‘আমাদের চোখে দেখা তারারা হারিয়ে যাচ্ছে।’

এর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ‘স্কাইগ্লো’ অর্থাৎ আকাশের দিকে মানুষের জ্বালানো সব কৃত্রিম আলোকে। এলইডি লাইটের সহজলভ্যতার কারণেও দিনকে দিন আকাশে কৃত্রিম আলোর আধিপত্য বেড়েছে। ফলে আকাশ কৃত্রিম আলোয় কলুষিত হওয়ায় খালি চোখে তারাও দেখা যাচ্ছে কম।

ড. ক্রিস্টোফার কিবা এবং তার সহকর্মীরা ২০১১ সাল থেকে শুরু করে ১২ বছর ধরে গবেষণার পর এসব তথ্য জানিয়েছেন। আকাশে কৃত্রিম আলোর পরিমাণ প্রতিবছর প্রায় ১০ শতাংশ করে বেড়েছে বলে জানান তারা।

শহর এলাকায় এই কৃত্রিম আলোর পরিমাণ বেশি। উঁচু স্থাপনাগুলোসহ বিভিন্নভাবে আকাশ দখলে নিয়েছে কৃত্রিম আলো।

এর মানে বিজ্ঞানীরা বলছেন, রাতের বেলায় খালি চোখে আড়াইশ তারা দৃশ্যমান এমন কোনো একটি এলাকায় জন্ম নেয়া শিশুটি তার ১৮ বছর বয়সে গিয়ে সেখান থেকে একশরও কম তারা দেখতে পাবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট