ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে কলকাতা শহরের একটি হাসপাতালে একজন প্রশিক্ষণার্থী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারের দাবিতে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার সদস্য রোববার ২৫টি দেশের ১৩০টিরও বেশি শহরে বিক্ষোভ করেছেন বলে আয়োজকরা বলেছেন।
কলকাতার আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চেয়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠন প্রতিবাদ করছে এবং রোববার বিভিন্ন দেশে অনুষ্ঠিত এই বিক্ষোভে তারা ভারতজুড়ে চলমান সেই বিক্ষোভের সঙ্গেই যোগ দেন।
সুইডিশ রাজধানী স্টকহোমে আয়োজিত বিক্ষোভে প্রধানত কালো পোশাক পরিহিত নারীরা সার্জেলস টর্গ স্কোয়ারে জড়ো হন। এসময় তারা বাংলায় গান গাওয়ার পাশাপাশি ভারতীয় নারীদের বিরুদ্ধে অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য নিরাপত্তার দাবি জানান।
দীপ্তি জৈন এখন একজন ব্রিটিশ নাগরিক এবং তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক শিক্ষার্থী। গত মাসেও যুক্তরাজ্যে তিনি নারী ডাক্তারদের বিক্ষোভের আয়োজন করেছিলেন।
Leave a Reply